Wednesday, September 20, 2023

P/L APPROPRIATION MCQs WITH ANSWERs,BENGALI VERSION

 P/L APPROPRIATION MCQs BENGALI VERSION, SBSIRCOMMERCE PRESENT 


1. ব্যাংক ব্যাবসার ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সংখ্যা


a✓. 10 জন       b. 15 জন


c. 20 জন         d. 25 জন


2. যদি উত্তোলনের তারিখ উল্লেখ না থাকে তবে উত্তোলনের ওপর সুদ ধার্য হয়


a. 52 মাসের   b. 6 মাসের✓


. 6 মাসের     d. 12 মাসের


3. অংশীদারির পুনর্গঠনের কারণ


a. নতুন অংশীদার গ্রহণ


b. অংশীদারের অবসর গ্রহণ

c. অংশীদারদের মুনাফা বণ্টন হারের পরিবর্তন

d. এদের সব কটি।✓


4.যে অংশীদারের দায় সীমাবদ্ধ, সে প্রতিষ্ঠানের

--------- হিসেবে গণ্য করা হয়।


a. সক্রিয় অংশীদার  b. নিষ্ক্রিয় অংশীদার✓


c. নাবালক অংশীদার  d. উপ-অংশীদার।


5. যদি কোনো প্রতিষ্ঠানের নিট মুনাফা 42,000 টাকা হয় এবং অংশীদারেরা নিট মুনাফার ওপর 5% কমিশন পায় (তাদের কমিশন বাদ দেওয়ার পর), তাহলে অংশীদারদের কমিশনের পরিমাণ হয়


a. 2000 টাকা✓     b. 2100 টাকা


c. 2210 টাকা     d. এর কোনোটিই নয়


6. সচিন  একটি অংশীদারি প্রতিষ্ঠানে হিসাব বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারিতে 40,000 টাকা মূলধন বিনিয়োগ করল। পুনরায় 1 জুলাই 1,000 টাকা বিনিয়োগ করল। মূলধনের ওপর সুদের হার 10% হলে তার বছরের শেষে মূলধনের ওপর সুদ প্রাপ্য হবে


a. 1,250 টাকা   b. 4500 টাকা✓


c. 2,500 টাকা      d. 2,750 টাকা


7. যখন স্বাভাবিক মুনাফা (Normal Profit) 3,000 টাকা এবং আধা মুনাফা ( Super Profit) 2,000 টাকা, তখন গড় মুনাফা (Average Profit) হবে


a. 1,000 টাকা।   b. 2,000 টাকা

c. 3,000 টাকা   d. 5,000 টাকা।✓


8. লাভ অর্জনের অনুপাত (Gaining Ratio) হল


a. পুরোনো অনুপাত   b. নতুন অনুপাত


c. পুরোনো অনুপাত - নতুন অনুপাত


d. নতুন অনুপাত - পুরোনো অনুপাত✓


9.. দায়ের মূল্য হ্রাস পেলে পুনর্মূল্যায়ন হিসাবে (Revaluation A / c) যা করা হবে


     a. ডেবিট                         b. ক্রেডিট✓


c. ডেবিট বা ক্রেডিট   d. এর কোনোটিই নয়


10. x, y ও z একটি প্রতিষ্ঠানের অংশীদার। তাদের লাভলোকসান বণ্টনের অনুপাত 3 : 2:1। C অবসর গ্রহণ করায় মুনাফার মূল্যায়ন করা হল 60,000 টাকা। এক্ষেত্রে z-এর মূলধন হিসাব যে পরিমাণ অর্থে ক্রেডিট হবে তা হল


a. 15,000 টাকা    b. 10,000 টাকা


c. 10,000 টাকা✓      d. 2,500 টাকা


11. মৃত অংশীদারের উত্তরাধিকারীর সংখ্যা একাধিক হলে অংশীদারের প্রাপ্য উত্তরাধিকারীদের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য যাকে নিয়োগ করা হয় তিনি হলেন


a. সমঝোতাকারী (Arbitrator)


b. আইনজীবী (Advocate)


c. কার্যনির্বাহক (Executor)✓


d. মূল্যনির্ধারক (Valuer )

12.A এবং B দুজন অংশীদার সমহারে লাভক্ষতি বণ্টন করে। বর্তমানে তারা ঠিক করল লাভক্ষতি 5 : 3 অনুপাতে বণ্টন করবে। এই পরিবর্তনের ফলে A-এর লাভ অর্জন বা ত্যাগের পরিমাণ কত হবে ?

a.1/8     b.2/5  ✓      c.2/8            d.1/2


13.ভারতীয় অংশীদারি আইন চালু হয়


a. 1931 খ্রিস্টাব্দে   b. 1932 খ্রিস্টাব্দে✓


c. 1933 খ্রিস্টাব্দে    d. 1934 খ্রিস্টাব্দে।


14.লাভক্ষতি বণ্টনের হিসাব হল একটি

a. নামিক হিসাব ✓   b. ব্যক্তিগত হিসাব

c. সম্পত্তি সংক্রান্ত হিসাব

d. মূলধন হিসাব


15. কোনো অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে অংশীদার প্রদত্ত ঋণের ওপর দেয় সুদের হার হল

a. 10% p.a. b. 8% p.a.


c. 6% p.a.  ✓    d. 4% p.a


16. অংশীদারি চুক্তিপত্রে কোনোরূপ উল্লেখ না থাকলে দুজন অংশীদারের মধ্যে মুনাফা বণ্টনের অনুপাত হবে


a. 1:1   ✓          b. 2:1


c. মূলধন বিনিয়োগের অনুপাত


d. এর কোনোটিই নয়


17 .সুনাম দুই বছরের ক্রয়ের ভিত্তিতে বিগত তিন বছরের গড় মুনাফার ওপর পরিমাপ করা হয়। বিগত তিন বছরের মুনাফা হল 200000 টাকা, 50000 টাকা (ক্ষতি) এবং 150000 টাকা। সুনামের মূল্য হবে


a. 150000 টাকা       b. 210,000 টাকা


c. 200000 টাকা  ✓    d. 50000 টাকা


18. নতুন অংশীদার দ্বারা আগত সুনামের অর্থ পুরোনো অংশীদারদের মধ্যে বণ্টন করা হবে

a. নতুন অনুপাতে   b. পুরোনো অনুপাতে

   c. ত্যাগ অনুপাতে ✓     d. প্রাপ্তি অনুপাতে


19. Mr. A একজন নতুন অংশীদার, যিনি তার মুনাফার অংশ হিসাবে 100000 টাকা সুনামের অর্থ হিসেবে কারবারে নিয়ে আসেন। কারবারি প্রতিষ্ঠানের মোট সুনামের মূল্য হল 5


a. 150000 টাকা      b. 200000 টাকা


c. 250000 টাকা✓     d. 300000 টাকা


20 X এবং Y-এর লাভক্ষতির অনুপাত 4 : 3; Z নতুন অংশীদার হিসাবে যোগদানের ফলে X, Y এবং Z-এর নতুন লাভক্ষতি বণ্টনের অনুপাতটি হল 3 : 2 : 1। এক্ষেত্রে X এবং Y-এর ত্যাগানুপাতটি হল


a. 3 : 2   b. 3:4✓ c. 4:3  d. 1:1


21. যদি কিছু উল্লেখ না থাকে তবে অংশীদারগণের ত্যাগানুপাত (Sacrificing Ratio) হবে


a. নতুন অনুপাতে    b. সমানুপাতে


c. পুরোনো অনুপাতে  d. মূলধন অনুপাতে


22. কোনো অংশীদারের মৃত্যুর ফলে, সঞ্চিতি তহবিল অংশীদারগণের মূলধন হিসাবে স্থানান্তর হয়

a. নতুন মুনাফা বণ্টন অনুপাতে b. পুরোনো মুনাফা বণ্টন অনুপাতে   ✓   c. মূলধন অনুপাতে

d. সমানুপাতে


23. চলতি হিসাব (Partners' Current Accounts) খুলতে হয় যখন মূলধন হিসাব


a. পরিবর্তনশীল হয়    b. স্থির হয়✓


c. স্থির ও পরিবর্তনশীল হয়

d. এদের কোনোটিই নয়

24.ভারতীয় অংশীদারি কারবার আইন, 1932 অনুসারে অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদারদের দায


a. সীমাবদ্ধ  b. অসীম ✓    c.কোনো দায় নেই


d. পরিস্থিতির ওপর নির্ভরশীল


25. অংশীদারি চুক্তির অনুপস্থিতিতে, অংশীদারগণ পেতে পারেন


a. বেতন  b. দস্তুরি      c. ঋণের উপর সুদ✓


c. ঋণের উপর সুদ     d. এদের সব ক-টিই


26. উত্তোলন হিসাবের জের সর্বদাই

a. শূন্য   b. ক্রেডিট c. ডেবিট✓


d. এদের সব ক-টিই


27. যদি গড় মুনাফা 3,00,000 টাকা হয়, স্বাভাবিক মুনাফার হার 12% হয় এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ 22,00,000 টাকা হয়, তবে মূলধনায়ন পদ্ধতিতে সুনামের মূল্য হবে


a. 2,00,000 টাকা b. 2,50,000 টাকা


c. 3,00,000 টাকা ✓  d. 3,50,000 টাকা


28. A ও B-এর লাভক্ষতি বণ্টনের অনুপাতটি হল 2: 1 এবং B ও C-এর লাভক্ষতি বণ্টনের অনুপাতটি হল 3 : 2, তাহলে A, B ও C-এর লাভক্ষতি বণ্টনের অনুপাতটি হবে


a. 6: 3:2  ✓    b. 2:1:1   c. 2: 3:4


d. এদের কোনোটিই নয়


29. পুরোনো অংশীদাররা যে অনুপাতে তাদের অংশ নতুন অংশীদারের পক্ষে ছেড়ে দেয়, তাকে বলা হয়

a. ত্যাগানুপাত ✓      b. প্রাপ্তি অনুপাত


c. লাভ বণ্টনের অনুপাত  d. মূলধনের অনুপাত


30. A, B এবং C-এর লাভক্ষতি বণ্টনের অনুপাত 3:2:1 থেকে পরিবর্তিত হয়ে 1 : 2 : 3 হলে, যে অংশীদারের (দের) ভাগে কোনো প্রভাব পড়বে না, সে/তারা হল

(a.) A    (b). B ✓      (c)C  (d) B ও C




No comments:

Post a Comment

Show post Title

B S MCQs XI উদীয়মান কার্যপদ্ধতি"*

 পঞ্চম একক = কারবারের উদীয়মান কার্যপদ্ধতি"**  MCQ 1. ই-কারবার বলতে কী বোঝায়? A) শুধুমাত্র দোকানে কেনাবেচা B) ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা...