কারবারি পরিষেবা** মোট ৪০টি (MCQ), উত্তরের চিহ্ন (✓)সহ দেওয়া হল:
SBSIRCommerce PRESENT
1. ব্যাংক কী?
A. একটি শিল্প প্রতিষ্ঠান
B. একটি বানিজ্যিক সংস্থা
C. একটি আর্থিক প্রতিষ্ঠান ✓
D. একটি শিক্ষা প্রতিষ্ঠান
2. নিচের কোনটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক?
A. HDFC Bank
B. Axis Bank
C. ICICI Bank
D. State Bank of India ✓
3. ব্যাঙ্ক কাকে বলে?
A. জমি ক্রয়কারী প্রতিষ্ঠান
B. ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ✓
C. মুদ্রা মুদ্রণকারী প্রতিষ্ঠান
D. সরকারি আর্থিক সংস্থা
4. ব্যাঙ্কের প্রধান কাজ কোনটি?
A. জমি বণ্টন
B. শিক্ষা দেওয়া
C. আমানত গ্রহণ ও ঋণ প্রদান ✓
D. খাদ্য বিতরণ
5. বাণিজ্যিক ব্যাংক কিসের জন্য ঋণ প্রদান করে?
A. কৃষির জন্য
B. শিল্পের জন্য
C. ব্যক্তিগত প্রয়োজনের জন্য
D. উপরিউক্ত সব ✓
6. ব্যাংক আমানত রাখে কোথায়?
A. গ্রাহকের বাড়িতে
B. গ্রাহকের অ্যাকাউন্টে ✓
C. আদালতে
D. ডাকঘরে
7. ব্যাংক কোন পরিষেবা দেয় না?
A. পেমেন্ট পরিষেবা
B. বিনিয়োগ পরামর্শ
C. বিনামূল্যে স্বাস্থ্যসেবা ✓
D. ঋণ সুবিধা
8. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি?
A. কর আদায়
B. অর্থ সঞ্চয় ও ঋণদান ✓
C. মুদ্রা ছাপানো
D. খাদ্য সরবরাহ
9. ব্যবসার জন্য ব্যাংক কিসে সাহায্য করে?
A. পণ্য উৎপাদনে
B. পুঁজির সংস্থান করে ✓
C. মজুরি পরিশোধে
D. অফিস ব্যবস্থাপনায়
10. ব্যাংকের সাহায্যে ব্যবসা কীভাবে উপকৃত হয়?
A. বিনিয়োগে সহায়তা
B. ঋণ ও অগ্রিম সুবিধা
C. লেনদেন সহজীকরণ
D. উপরিউক্ত সব ✓
11. টার্ম লোন মানে কী?
A. দৈনিক ঋণ
B. স্বল্পমেয়াদী ঋণ
C. দীর্ঘমেয়াদী ঋণ ✓
D. অস্থায়ী ঋণ
12. ক্যাশ ক্রেডিট কী ধরনের ঋণ?
A. অস্থায়ী ঋণ
B. জামানতবিহীন ঋণ
C. চলতি হিসাবে অনুমোদিত ঋণ ✓
D. বাড়ি নির্মাণ ঋণ
13. সেভিংস অ্যাকাউন্ট কিসের জন্য?
A. ব্যবসা
B. সঞ্চয়ের জন্য ✓
C. ঋণের জন্য
D. রফতানি
14. কারেন্ট অ্যাকাউন্ট কাদের জন্য উপযুক্ত?
A. সাধারণ গ্রাহক
B. ছাত্র
C. ব্যবসায়ী ✓
D. গৃহবধূ
15. চলতি হিসাবের বিশেষত্ব কী?
A. সুদের হার বেশি
B. সীমাহীন লেনদেন ✓
C. সঞ্চয় সীমিত
D. মাসিক লেনদেন বাধ্যতামূলক
16. চেক কী?
A. মুদ্রার প্রতিস্থাপন
B. আর্থিক দলিল ✓
C. জমির দলিল
D. বিমা পলিসি
17. ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য কী?
A. কেবল ব্যক্তি চায়
B. এটি ফেরতযোগ্য নয় ✓
C. এটি সঞ্চয়ের দলিল
D. জামানতের দলিল
18. চেক কার দ্বারা সই করা হয়?
A. ব্যাংকের পক্ষ থেকে
B. গ্রাহকের পক্ষ থেকে ✓
C. সরকারের পক্ষ থেকে
D. বিমা সংস্থার পক্ষ থেকে
19. চেক নিষ্পত্তির সময়সীমা কতদিন?
A. 90 দিন
B. 30 দিন
C. 3 মাস ✓
D. 6 মাস
20. চেক বাতিল হলে সেটিকে বলা হয়—
A. ক্লিয়ারেন্স
B. ডিশনার ✓
C. এনইএফটি
D. জমা
21. NEFT-এর পুরো নাম কী?
A. National Electronic Funds Transfer ✓
B. National Emergency Funds Transfer
C. National Economic Funds Transaction
D. None
22. ওভারড্রাফট কী?
A. সুদের আদায়
B. অ্যাকাউন্ট ছাড়িয়ে অর্থ উত্তোলন ✓
C. বিমা পরিষেবা
D. লেনদেন বন্ধ
23. রোক ঋণ কী?
A. স্বর্ণ ঋণ
B. পণ্য জামানতের ভিত্তিতে ঋণ ✓
C. চেক ঋণ
D. ড্রাফট ঋণ
24. ই-ব্যাংকিং কীভাবে সুবিধা দেয়?
A. শুধুমাত্র নগদ লেনদেনে
B. অনলাইন লেনদেন সহজ করে ✓
C. ডাকযোগে লেনদেন
D. অফলাইন পেমেন্ট
25. বিমা কী?
A. পণ্য ক্রয়
B. ভবিষ্যতের আর্থিক সুরক্ষা প্রদানকারী চুক্তি ✓
C. মজুরি ব্যবস্থা
D. কৃষি ঋণ
26. নিচের কোনটি জীবন বিমা সংস্থা?
A. LIC ✓
B. SBI
C. ICICI Lombard
D. IRDAI
27. স্বাস্থ্য বিমা কিসে সাহায্য করে?
A. গৃহ নির্মাণে
B. চিকিৎসার ব্যয়ে ✓
C. ব্যবসায়
D. গাড়ি মেরামতে
28. অগ্নি বিমা কিসে কভার করে?
A. চিকিৎসা ব্যয়
B. আগুনে ক্ষয়ক্ষতি ✓
C. চুরি
D. মৃত্যু
29. নৌ বিমা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
A. স্বাস্থ্য খাতে
B. সমুদ্র পরিবহণে ক্ষয়ক্ষতি কভার করতে ✓
C. কৃষি কাজে
D. বিমা পলিসি বিক্রিতে
30. ডাকঘর কিসে সাহায্য করে?
A. ঋণ প্রদান
B. যোগাযোগ ও সঞ্চয়ে ✓
C. স্বাস্থ্য পরিষেবা
D. মুদ্রা ছাপানো
31. স্পিড পোস্ট কী?
A. আর্থিক পরিষেবা
B. দ্রুত ডাক প্রেরণ পরিষেবা ✓
C. বিমা পরিষেবা
D. মোবাইল পরিষেবা
32. BSNL কী?
A. একটি বিমা সংস্থা
B. একটি ব্যাঙ্ক
C. একটি টেলিকম সংস্থা ✓
D. একটি সরকারি সংস্থা
33. টেলিকম পরিষেবার মাধ্যমে কী হয়?
A. চিকিৎসা
B. দুধ বিতরণ
C. যোগাযোগের উন্নয়ন ✓
D. পরিযান
34. ক্যুরিয়ার পরিষেবায় কী হয়?
A. ব্যাংকিং
B. চিঠিপত্র, ডকুমেন্ট দ্রুত পরিবহন ✓
C. খাদ্য সরবরাহ
D. ঋণ প্রদান
35. ডাকঘরের সঞ্চয় স্কিম কী ধরনের?
A. বিমা
B. সরকারি সঞ্চয় প্রকল্প ✓
C. ঋণ
D. গ্রামোন্নয়ন
36. টেলিকম পরিষেবা সাধারণত কী মাধ্যমে চলে?
A. বিদ্যুৎ
B. রেডিও তরঙ্গ ✓
C. ডাক ব্যবস্থা
D. কাগজ
37. ক্যুরিয়ারে কী থাকে না?
A. গোপন নথি
B. ইলেকট্রনিক পণ্য
C. নগদ অর্থ ✓
D. বই
38. স্পিড পোস্ট-এর বিকল্প পরিষেবা—
A. সাধারণ পোস্ট
B. রেজিস্টার পোস্ট
C. কুরিয়ার সার্ভিস ✓
D. পোস্টকার্ড
39. ই-ব্যাংকিং কোথায় ব্যবহৃত হয়?
A. কেবল সরকা
রী কাজে
B. কেবল ব্যাংকের ভিতরে
C. অনলাইন আর্থিক লেনদেনে ✓
D. চেক ক্লিয়ারেন্সে
40. ডাক পরিষেবা সাধারণত কোন মন্ত্রণালয়ের অধীন?
A. আর্থিক মন্ত্রণালয়
B. যোগাযোগ মন্ত্রণালয় ✓
C. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
D. শিক্ষামন্ত্রণালয়
No comments:
Post a Comment