Tuesday, July 8, 2025

B S MCQs class XI

 দ্বিতীয় একক: কারবার সংগঠনের বিভিন্ন রূপ (৪০টি MCQ)  


SBSIRCommerce PRESENT 


১. এক-মালিকানা কারবারের প্রধান সুবিধা কী?

ক) সীমিত দায়  

খ) পৃথক সত্তা  

গ) সহজ গঠন প্রক্রিয়া ✓  

ঘ) স্থায়ী অস্তিত্ব  


২. অংশীদারি কারবারে ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন?

ক) ১ জন  

খ) ২ জন ✓  

গ) ৭ জন  

ঘ) ১০ জন  


৩. "ফার্মের নাম" বলতে কী বোঝায়?

ক) অংশীদারদের ব্যক্তিগত নাম  

খ) কারবারের আইনগত নাম ✓  

গ) নিবন্ধন নম্বর  

ঘ) মুনাফা বণ্টনের অনুপাত  


৪. অংশীদারির অপরিহার্য উপাদান কোনটি নয়?

ক) পারস্পরিক আস্থা  

খ) লাভ-লোকসানের ভাগ  

গ) পৃথক সত্তা ✓  

ঘ) চুক্তিভিত্তিক সম্পর্ক  


৫. সক্রিয় অংশীদার (Active Partner) এর দায় কেমন?

ক) সীমিত  

খ) শুধু মূলধনের পরিমাণে  

গ) অসীম ✓  

ঘ) শূন্য  


৬. অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন বাধ্যতামূলক?

ক) হ্যাঁ  

খ) না ✓  

গ) শুধু বড় প্রতিষ্ঠানের জন্য  

ঘ) শুধু ব্যাংকিং ক্ষেত্রে  


৭. অংশীদারি চুক্তিপত্রে কোনটি উল্লেখ থাকে?  

ক) অংশীদারদের নাম ও ঠিকানা ✓  

খ) কোম্পানির মেমোরেন্ডাম  

গ) শেয়ার মূলধন  

ঘ) নিবন্ধন ফি  


৮. সীমিত দায়যুক্ত অংশীদারি (LLP) তে দায় কেমন?

ক) অসীম  

খ) শুধু বিনিয়োগকৃত অর্থে ✓  

গ) শুধু সক্রিয় অংশীদারের  

ঘ) কোনো দায় নেই  


৯. সমবায় সমিতির মূল লক্ষ্য কী?

ক) সর্বোচ্চ মুনাফা  

খ) সদস্যদের কল্যাণ ✓  

গ) শেয়ার মূলধন বৃদ্ধি  

ঘ) একচেটিয়া বাজার দখল  


১০. কোম্পানির আইনগত সত্তাকে কী বলে?

ক) অংশীদার  

খ) কর্তৃপক্ষ  

গ) পৃথক সত্তা ✓  

ঘ) একক মালিক  


১১. ঘরোয়া কোম্পানির শেয়ার হস্তান্তর সীমিত?**  

ক) না  

খ) হ্যাঁ ✓  

গ) শুধু বিদেশিদের জন্য  

ঘ) শুধু সরকারি অনুমোদনে  


১২. সর্বজনীন কোম্পানি কীভাবে মূলধন সংগ্রহ করে?**  

ক) ব্যাংক ঋণ  

খ) শেয়ার বিক্রির মাধ্যমে ✓  

গ) অংশীদারের কাছ থেকে  

ঘ) সরকারি অনুদান  


১৩. ঘরোয়া ও সর্বজনীন কোম্পানির পার্থক্য কোনটি?**  

ক) গঠন প্রক্রিয়া  

খ) শেয়ার হস্তান্তরের স্বাধীনতা ✓  

গ) অংশীদার সংখ্যা  

ঘ) মুনাফা বণ্টন  


১৪. কোম্পানি গঠনের প্রথম ধাপ কী?**  

ক) নিবন্ধন  

খ) শেয়ার ইস্যু  

গ) প্রবর্তকদের সিদ্ধান্ত ✓  

ঘ) ব্যবসা শুরু  


১৫. কারবার শুরু করার পূর্বে কোনটি বিবেচ্য নয়?**  

ক) বাজারের চাহিদা  

খ) অর্থায়নের উৎস  

গ) প্রতিযোগিতার স্তর  

ঘ) ব্যক্তিগত রুচি ✓  


১৬. কারবার সংগঠন পছন্দের সময় কোন ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ?**  

ক) দায়ের পরিধি ✓  

খ) প্রতিষ্ঠানের নাম  

গ) অফিসের অবস্থান  

ঘ) কর্মচারী সংখ্যা  


১৭. এক-মালিকানা কারবারের প্রধান অসুবিধা কী?**  

ক) অসীম দায় ✓  

খ) উচ্চ কর  

গ) জটিল গঠন প্রক্রিয়া  

ঘ) নিবন্ধন বাধ্যতামূলক  


১৮. অংশীদারি কারবারে "নিদ্রিত অংশীদার" (Sleeping Partner) এর ভূমিকা কী?**  

ক) দৈনন্দিক ব্যবস্থাপনা  

খ) শুধু মূলধন সরবরাহ ✓  

গ) চুক্তি প্রণয়ন  

ঘ) হিসাব নিরীক্ষণ  


১৯. কোনটি অংশীদারির অপরিহার্য উপাদান?**  

ক) নিবন্ধন  

খ) লাভের উদ্দেশ্যে ব্যবসা ✓  

গ) শেয়ার সার্টিফিকেট  

ঘ) বার্ষিক রিপোর্ট  


২০. অংশীদারির প্রকারভেদ অনুযায়ী "স্বেচ্ছাসেবী অংশীদারি" (Voluntary Partnership) বলতে কী বোঝায়?**  

ক) চুক্তির মেয়াদ শেষে স্বয়ংক্রিয় বিলুপ্তি ✓  

খ) সরকারি নিয়ন্ত্রণ  

গ) শুধু অলাভজনক কাজ  

ঘ) শুধু পেশাদারদের জন্য  


২১. "অবসরপ্রাপ্ত অংশীদার" (Retired Partner) এর দায় কেমন?**  

ক) অবসরের পরও অসীম দায়  

খ) শুধু অবসরের পূর্বের দায় ✓  

গ) কোনো দায় নেই  

ঘ) শুধু ভবিষ্যতের দায়  


২২. অংশীদারি নিবন্ধনের প্রধান সুবিধা কী?**  

ক) কর ছাড়  

খ) ফার্মের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা ✓  

গ) সরকারি অনুদান  

ঘ) সীমিত দায়  


২৩. অংশীদারি চুক্তিপত্র মৌখিক হতে পারে?**  

ক) হ্যাঁ ✓  

খ) না  

গ) শুধু নিবন্ধিত প্রতিষ্ঠানে  

ঘ) শুধু ব্যাংকিং ক্ষেত্রে  


২৪. LLP-তে ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন?**  

ক) ১ জন  

খ) ২ জন ✓  

গ) ৭ জন  

ঘ) ১০ জন  


২৫. সমবায় সমিতির সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কী?  

ক) শেয়ারের সংখ্যা  

খ) এক সদস্য এক ভোট ✓  

গ) পরিচালক বোর্ড  

ঘ) সরকারি নির্দেশ  


২৬. কোম্পানির "পৃথক সত্তা" (Separate Legal Entity) বলতে কী বোঝায়?

ক) অংশীদারদের দায় সীমিত  

খ) কোম্পানি নিজ নামে চুক্তি করে ✓  

গ) মুনাফা করমুক্ত  

ঘ) স্থায়ী অস্তিত্ব নেই  


২৭. ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

ক) ৫০ জন 

খ) ১০০ জন  

গ) ২০০ জন ✓

ঘ) কোনো সীমা নেই  


২৮. সর্বজনীন কোম্পানি নিবন্ধনের জন্য কোন দলিল জমা দিতে হয়?

ক) অংশীদারি চুক্তিপত্র  

খ) মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন ✓  

গ) ব্যবসায়িক পরিকল্পনা  

ঘ) মূলধন যাচাই প্রতিবেদন  


২৯. ঘরোয়া ও সর্বজনীন কোম্পানির মৌলিক পার্থক্য কোন ক্ষেত্রে?

ক) কর কাঠামো  

খ) জনসাধারণকে শেয়ার বিক্রির সুযোগ ✓  

গ) দায়ের পরিধি  

ঘ) গঠন ব্যয়  


৩০. কোম্পানি গঠনে "প্রমাণপত্র" (Certificate of Incorporation) কোন ধাপে পাওয়া যায়?

ক) শেয়ার ইস্যুর পর  

খ) ব্যবসা শুরুর আগে  

গ) নিবন্ধন অনুমোদনে ✓  

ঘ) পরিচালক নিয়োগে  


৩১. কারবার শুরু করার পূর্বে "বাজার গবেষণা" কেন জরুরি?

ক) প্রতিযোগীদের সংখ্যা নির্ণয় ✓  

খ) নিবন্ধন সহজ করতে  

গ) কর হ্রাস করতে  

ঘ) ঋণ পাওয়ার জন্য  


৩২. কারবার সংগঠন পছন্দের সময় "তুলনামূলক সমীক্ষা"-র উদ্দেশ্য কী?

ক) সবচেয়ে কম ব্যয়বহুল রূপ বাছাই ✓  

খ) নিবন্ধন ফি জানা  

গ) সরকারি নীতিমালা বিশ্লেষণ  

ঘ) কর্মচারী ভাড়ার সুবিধা  


৩৩. এক-মালিকানা কারবারে মুনাফার করদাতা কে?

ক) প্রতিষ্ঠান  

খ) মালিক ব্যক্তি ✓  

গ) অংশীদার  

ঘ) সরকার  


৩৪. অংশীদারি কারবারে নতুন অংশীদার নেওয়ার জন্য কী প্রয়োজন?

ক) সব অংশীদারের সম্মতি ✓  

খ) শুধু সক্রিয় অংশীদারের সম্মতি  

গ) নিবন্ধন কর্তৃপক্ষের অনুমতি  

ঘ) আদালতের আদেশ  


৩৫. কোন অংশীদার শুধু মুনাফা ভাগ পায় কিন্তু লোকসান বহন করে না?

ক) সক্রিয় অংশীদার  

খ) নিদ্রিত অংশীদার  

গ) লাভের অংশীদার ✓  

ঘ) অবসরপ্রাপ্ত অংশীদার  


৩৬. নিবন্ধনবিহীন অংশীদারি প্রতিষ্ঠানের অসুবিধা কী?

ক) ফার্মের বিরুদ্ধে মামলা করা যায় না ✓  

খ) কর সুবিধা নেই  

গ) শেয়ার বিক্রি করা যায় না  

ঘ) স্থায়িত্ব কম  


৩৭. LLP-তে "সীমিত দায়" বলতে কী বোঝায়?

ক) শুধু ব্যক্তিগত সম্পত্তিতে দায়  

খ) শুধু বিনিয়োগকৃত অর্থে দায় ✓  

গ) অংশীদারদের যৌথ দায়  

ঘ) সরকার দায় বহন করে  


৩৮. সমবায় সমিতির নীতির ভিত্তি কী?

ক) লাভ সর্বাধিকরণ  

খ) স্বেচ্ছাশ্রম ও স্বনির্ভরতা ✓  

গ) একক মালিকানা  

ঘ) শেয়ার বাজার তালিকাভুক্তি  


৩৯. কোম্পানির "পরিচালক" (Director) নিযুক্ত করে কে?

ক) সরকার  

খ) শেয়ারহোল্ডার ✓  

গ) ঋণদাতা  

ঘ) কর্মচারী  


৪০. কারবার সংগঠন রূপ নির্বাচনে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটি?

ক) দায়ের পরিধি  

খ) কর প্রভাব  

গ) গঠন জটিলতা  

ঘ) প্রতিষ্ঠানের রংসজ্জা ✓  


৪১.একক মালিকানা কারবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? (skipped)

ক).বহু মালিকানা খ)সীমাবদ্ধ দায়

গ)পৃথক আইনগত সত্তা 

ঘ)সহজ গঠন ও বিলোপসাধন ✓


৪৩)অংশীদারি চুক্তিপত্র কী? 


ক)একটি আইনগত দলিল যা অংশীদারদের মধ্যে ব্যবসার নিয়মাবলী নির্ধারণ করে ✓

খ)ফার্মের লোগো ডিজাইন

গ)সরকারি নির্দেশিকা

ঘ )একটি সাধারণ আবেদন পত্র


৪৪.সর্বজনীন কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে কি? 


ক)শু

ধুমাত্র সরকারি অনুমতি নিয়ে

খ )না, শুধুমাত্র ব্যক্তিগতভাবে বিক্রি করতে পারে

 গ)শুধুমাত্র অংশীদারদের কাছে


 ঘ)হ্যাঁ, পাবলিক অফারের মাধ্যমে✓



৪৫)কোম্পানি গঠনের প্রথম ধাপ কোনটি? 


ক)ব্যবসা শুরু করা খ)প্রচারণা পর্যায়✓

 

গ)পুঁজি সংগ্রহ ঘ)সদস্য নিয়োগ






No comments:

Post a Comment

Show post Title

B S MCQs XI উদীয়মান কার্যপদ্ধতি"*

 পঞ্চম একক = কারবারের উদীয়মান কার্যপদ্ধতি"**  MCQ 1. ই-কারবার বলতে কী বোঝায়? A) শুধুমাত্র দোকানে কেনাবেচা B) ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা...