Wednesday, July 9, 2025

B S MCQs XI উদীয়মান কার্যপদ্ধতি"*

 পঞ্চম একক = কারবারের উদীয়মান কার্যপদ্ধতি"** 

MCQ

1. ই-কারবার বলতে কী বোঝায়?

A) শুধুমাত্র দোকানে কেনাবেচা

B) ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা ✓

C) মেলচিঠির মাধ্যমে বাণিজ্য

D) টেলিভিশনের বিজ্ঞাপন


2.নিচের কোনটি ই-কারবার নয়?

A) Amazon

B) Flipkart

C) IRCTC

D) গ্রাম পঞ্চায়েত অফিস ✓


3. ই-কারবারের প্রধান বৈশিষ্ট্য হলো—

A) চিরাচরিত দোকান

B) অনলাইন উপস্থিতি ✓

C) কেবল নগদ লেনদেন

D) ম্যানুয়াল রেজিস্টার


4.ই-কারবার সাধারণত কাজ করে—

A) পত্র মারফত

B) ফোন মারফত

C) ইন্টারনেট মারফত ✓

D) টেলিভিশন মারফত


5. ই-কারবারে পেমেন্ট করা হয়—

A) নগদ

B) চেক

C) মোবাইল অ্যাপ / অনলাইন পেমেন্ট ✓

D) পে অর্ডার



6.অনলাইন লেনদেনের জন্য কি প্রয়োজন?

A) খবরের কাগজ

B) ইন্টারনেট সংযোগ ✓

C) পাসপোর্ট

D) স্ট্যাম্প পেপার


**7.** অনলাইন লেনদেন কোথায় ব্যবহৃত হয়?

A) শুধুমাত্র ব্যাংকে

B) শুধুমাত্র দোকানে

C) অনলাইন শপিং, ব্যাঙ্কিং, টিকিট বুকিং ✓

D) বাস কাউন্টারে


**8.** নিচের কোনটি একটি ডিজিটাল পেমেন্ট পদ্ধতি?

A) ইউপিআই ✓

B) ডাকঘর

C) ব্যাঙ্ক ড্রাফট

D) পে অর্ডার


**9.** অনলাইন পেমেন্ট নিরাপদ করতে কী ব্যবহৃত হয়?

A) পিন

B) ওটিপি

C) এনক্রিপশন

D) উপরের সব✓


**10.** নিচের কোনটি ই-ওয়ালেট নয়?

A) PhonePe

B) Paytm

C) SBI Passbook ✓

D) Google Pay



**11.** চিরাচরিত কারবার হয়—

A) অনলাইনে

B) ই-মেইলে

C) সামনাসামনি দোকানে ✓

D) মোবাইলে


**12.** ই-কারবারে সময় লাগে—

A) বেশি

B) কম ✓

C) নির্দিষ্ট

D) রাতেই


**13.** চিরাচরিত কারবারে খরচ হয়—

A) কম

B) বেশি ✓

C) শূন্য

D) কাগজের দামে


**14.** ই-কারবারে পণ্য বেছে নেওয়া যায়—

A) ফোনে

B) দোকানে

C) ওয়েবসাইট বা অ্যাপে ✓

D) ব্যাংকে


**15.** চিরাচরিত কারবারে মূলত নির্ভর করে—

A) প্রযুক্তির উপর

B) ইন্টারনেটের উপর

C) সরাসরি গ্রাহক বিক্রেতা সংযোগের উপর ✓

D) বিজ্ঞাপনের উপর




**16.** আউটসোর্সিং কী?

A) অফিসে কাজ ভাগ করে নেওয়া

B) বাইরের সংস্থাকে কাজ দেওয়া ✓

C) ইনহাউস ট্রেনিং

D) গ্রাহকের অভিযোগ নেওয়া


**17.** আউটসোর্সিংয়ের মূল উদ্দেশ্য—

A) কাজ কম করা

B) কাজের খরচ কমানো ✓

C) লোক ছাঁটাই

D) তথ্য চুরি


**18.** কোনটি আউটসোর্সিং-এর উদাহরণ?

A) ব্যাংকে টাকা জমা

B) নিরাপত্তা সংস্থা ভাড়া করা ✓

C) চায়ের দোকান

D) স্কুলে পড়ানো


**19.** আউটসোর্সিংয়ের সুবিধা কী?

A) নিয়ন্ত্রণে সমস্যা

B) খরচ বাড়ে

C) সময় বাঁচে ✓

D) স্থান সংকুলান


**20.** কোনটি আউটসোর্সিং নয়?

A) কাস্টমার কেয়ার হ্যান্ডলিং

B) আইটি সার্ভিস

C) ব্যাঙ্কের টাকা গণনা

D) শিক্ষক নিয়োগ ✓



**21.** BPO-এর পূর্ণরূপ কী?

A) Business Policy Operation

B) Business Process Outsourcing ✓

C) Big Product Order

D) Basic Personal Option


**22.** নিচের কোন কাজটি BPO-র অন্তর্গত?

A) স্বাস্থ্য পরীক্ষা

B) ফোন কাস্টমার সার্ভিস ✓

C) গাড়ি মেরামত

D) জমি বিক্রয়


**23.** BPO সাধারণত কোন দেশে বেশি হয়?

A) উন্নত দেশ ✓

B) অনুন্নত দেশ

C) সবার মাঝে

D) শুধুমাত্র ভারতে


**24.** ভারতে BPO শিল্প মূলত কাজ করে—

A) কৃষিক্ষেত্রে

B) কল সেন্টার ও ব্যাক অফিস সাপোর্টে ✓

C) রিটেল দোকানে

D) খাদ্য পরিবেশনে


**25.** নিচের কোনটি BPO-র বৈশিষ্ট্য নয়?

A) খরচ কমানো

B) দক্ষতা বৃদ্ধি

C) সম্পূর্ণ নিজস্ব নিয়ন্ত্রণ ✓

D) সময় বাঁচানো




**26.** KPO-এর পূর্ণরূপ কী?

A) Knowledge Policy Output

B) Knowledge Process Outsourcing ✓

C) Known Personal Operation

D) Key Policy Order


**27.** KPO কাজের জন্য কী প্রয়োজন?

A) কম দক্ষতা

B) বেশি জ্ঞান ✓

C) শুধু টাইপিং

D) হাঁটাচলা


**28.** নিচের কোনটি KPO-এর উদাহরণ?

A) লজিস্টিক সাপোর্ট

B) লিগ্যাল রিসার্চ ✓

C) ফোন কল করা

D) প্রোডাক্ট ডেলিভারি


**29.** KPO-তে কাজ করা ব্যক্তিদের প্রয়োজন হয়—

A) ট্রেনার

B) উচ্চশিক্ষিত ✓

C) অদক্ষ

D) শ্রমিক


**30.** KPO সাধারণত কাজ করে—

A) কল সেন্টারে

B) আইনি, আর্থিক ও গবেষণা ক্ষেত্রে ✓

C) গুদামে

D) পরিবহনে



**31.** BPO-র তুলনায় KPO—

A) কম শিক্ষিত

B) বেশি শিক্ষিত ✓

C) অভিজ্ঞতা ছাড়াই চলে

D) কল সেন্টারে সীমিত


**32.** BPO-র কাজ বেশি হয়—

A) বিশ্লেষণাত্মক

B) সাধারণ/রুটিন ✓

C) গোপনীয়

D) কঠিন


**33.** KPO-তে কাজের প্রয়োজন হয়—

A) কমন স্কিল

B) নির্দিষ্ট পেশাগত দক্ষতা ✓

C) হাঁটাচলা

D) কিছুই নয়


**34.** নিচের কোনটি শুধুমাত্র BPO-র কাজ?

A) কাস্টমার সার্ভিস ✓

B) ফিনান্সিয়াল অ্যানালিসিস

C) লিগ্যাল কনসাল্টিং

D) পেটেন্ট রিসার্চ


**35.** KPO-এর কাজ হয়—

A) ম্যানুয়াল

B) উচ্চ মানের জ্ঞানভিত্তিক ✓

C) দেহশ্রমিক

D) প্যাকিং



**36.** ভারত BPO শিল্পে বিশ্বে—

A) পিছিয়ে

B) শীর্ষস্থানীয় ✓

C) অংশগ্রহণ করেনা

D) মধ্যম পর্যায়ে


**37.** নিচের কোনটি আউটসোর্সিং সংস্থা নয়?

A) TCS

B) Infosys

C) Flipkart ✓

D) Wipro


**38.** অনলাইন লেনদেনের ঝুঁকি কমাতে কী দরকার?

A) ওটিপি ✓

B) চেক

C) রশিদ

D) কুপন


**39.** ই-কারবারে সাফল্য নির্ভর

 করে—

A) ডাক পরিষেবার উপর

B) প্রযুক্তি ও নির্ভরযোগ্য ডেলিভারির উপর ✓

C) সংবাদপত্রের বিজ্ঞাপনে

D) শ্রমিক সংখ্যার উপর


**40.** কোনটি ই-কারবারে অন্তর্ভুক্ত নয়?

A) অনলাইন কেনাকাটা

B) ডিজিটাল পেমেন্ট

C) পণ্য ঘরে পৌঁছানো

D) গুদামে বসে পণ্য তৈরি ✓



B S MCQ XI(কারবারি পরিষেবা)

 কারবারি পরিষেবা** মোট ৪০টি (MCQ), উত্তরের চিহ্ন (✓)সহ দেওয়া হল:


SBSIRCommerce PRESENT 

 


1. ব্যাংক কী?

   A. একটি শিল্প প্রতিষ্ঠান

   B. একটি বানিজ্যিক সংস্থা

   C. একটি আর্থিক প্রতিষ্ঠান ✓

   D. একটি শিক্ষা প্রতিষ্ঠান


2. নিচের কোনটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক?

   A. HDFC Bank

   B. Axis Bank

   C. ICICI Bank

   D. State Bank of India ✓


3. ব্যাঙ্ক কাকে বলে?

   A. জমি ক্রয়কারী প্রতিষ্ঠান

   B. ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ✓

   C. মুদ্রা মুদ্রণকারী প্রতিষ্ঠান

   D. সরকারি আর্থিক সংস্থা


4. ব্যাঙ্কের প্রধান কাজ কোনটি?

   A. জমি বণ্টন

   B. শিক্ষা দেওয়া

   C. আমানত গ্রহণ ও ঋণ প্রদান ✓

   D. খাদ্য বিতরণ




5. বাণিজ্যিক ব্যাংক কিসের জন্য ঋণ প্রদান করে?

   A. কৃষির জন্য

   B. শিল্পের জন্য

   C. ব্যক্তিগত প্রয়োজনের জন্য

   D. উপরিউক্ত সব ✓


6. ব্যাংক আমানত রাখে কোথায়?

   A. গ্রাহকের বাড়িতে

   B. গ্রাহকের অ্যাকাউন্টে ✓

   C. আদালতে

   D. ডাকঘরে


7. ব্যাংক কোন পরিষেবা দেয় না?

   A. পেমেন্ট পরিষেবা

   B. বিনিয়োগ পরামর্শ

   C. বিনামূল্যে স্বাস্থ্যসেবা ✓

   D. ঋণ সুবিধা


8. নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি?

   A. কর আদায়

   B. অর্থ সঞ্চয় ও ঋণদান ✓

   C. মুদ্রা ছাপানো

   D. খাদ্য সরবরাহ




9. ব্যবসার জন্য ব্যাংক কিসে সাহায্য করে?

   A. পণ্য উৎপাদনে

   B. পুঁজির সংস্থান করে ✓

   C. মজুরি পরিশোধে

   D. অফিস ব্যবস্থাপনায়


10. ব্যাংকের সাহায্যে ব্যবসা কীভাবে উপকৃত হয়?

    A. বিনিয়োগে সহায়তা

    B. ঋণ ও অগ্রিম সুবিধা

    C. লেনদেন সহজীকরণ

    D. উপরিউক্ত সব ✓


11. টার্ম লোন মানে কী?

    A. দৈনিক ঋণ

    B. স্বল্পমেয়াদী ঋণ

    C. দীর্ঘমেয়াদী ঋণ ✓

    D. অস্থায়ী ঋণ


12. ক্যাশ ক্রেডিট কী ধরনের ঋণ?

    A. অস্থায়ী ঋণ

    B. জামানতবিহীন ঋণ

    C. চলতি হিসাবে অনুমোদিত ঋণ ✓

    D. বাড়ি নির্মাণ ঋণ



13. সেভিংস অ্যাকাউন্ট কিসের জন্য?

    A. ব্যবসা

    B. সঞ্চয়ের জন্য ✓

    C. ঋণের জন্য

    D. রফতানি


14. কারেন্ট অ্যাকাউন্ট কাদের জন্য উপযুক্ত?

    A. সাধারণ গ্রাহক

    B. ছাত্র

    C. ব্যবসায়ী ✓

    D. গৃহবধূ


15. চলতি হিসাবের বিশেষত্ব কী?

    A. সুদের হার বেশি

    B. সীমাহীন লেনদেন ✓

    C. সঞ্চয় সীমিত

    D. মাসিক লেনদেন বাধ্যতামূলক




16. চেক কী?

    A. মুদ্রার প্রতিস্থাপন

    B. আর্থিক দলিল ✓

    C. জমির দলিল

    D. বিমা পলিসি


17. ব্যাংক ড্রাফটের বৈশিষ্ট্য কী?

    A. কেবল ব্যক্তি চায়

    B. এটি ফেরতযোগ্য নয় ✓

    C. এটি সঞ্চয়ের দলিল

    D. জামানতের দলিল


18. চেক কার দ্বারা সই করা হয়?

    A. ব্যাংকের পক্ষ থেকে

    B. গ্রাহকের পক্ষ থেকে ✓

    C. সরকারের পক্ষ থেকে

    D. বিমা সংস্থার পক্ষ থেকে




19. চেক নিষ্পত্তির সময়সীমা কতদিন?

    A. 90 দিন

    B. 30 দিন

    C. 3 মাস ✓

    D. 6 মাস


20. চেক বাতিল হলে সেটিকে বলা হয়—

    A. ক্লিয়ারেন্স

    B. ডিশনার ✓

    C. এনইএফটি

    D. জমা




21. NEFT-এর পুরো নাম কী?

    A. National Electronic Funds Transfer ✓

    B. National Emergency Funds Transfer

    C. National Economic Funds Transaction

    D. None


22. ওভারড্রাফট কী?

    A. সুদের আদায়

    B. অ্যাকাউন্ট ছাড়িয়ে অর্থ উত্তোলন ✓

    C. বিমা পরিষেবা

    D. লেনদেন বন্ধ


23. রোক ঋণ কী?

    A. স্বর্ণ ঋণ

    B. পণ্য জামানতের ভিত্তিতে ঋণ ✓

    C. চেক ঋণ

    D. ড্রাফট ঋণ


24. ই-ব্যাংকিং কীভাবে সুবিধা দেয়?

    A. শুধুমাত্র নগদ লেনদেনে

    B. অনলাইন লেনদেন সহজ করে ✓

    C. ডাকযোগে লেনদেন

    D. অফলাইন পেমেন্ট




25. বিমা কী?

    A. পণ্য ক্রয়

    B. ভবিষ্যতের আর্থিক সুরক্ষা প্রদানকারী চুক্তি ✓

    C. মজুরি ব্যবস্থা

    D. কৃষি ঋণ


26. নিচের কোনটি জীবন বিমা সংস্থা?

    A. LIC ✓

    B. SBI

    C. ICICI Lombard

    D. IRDAI


27. স্বাস্থ্য বিমা কিসে সাহায্য করে?

    A. গৃহ নির্মাণে

    B. চিকিৎসার ব্যয়ে ✓

    C. ব্যবসায়

    D. গাড়ি মেরামতে


28. অগ্নি বিমা কিসে কভার করে?

    A. চিকিৎসা ব্যয়

    B. আগুনে ক্ষয়ক্ষতি ✓

    C. চুরি

    D. মৃত্যু


29. নৌ বিমা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

    A. স্বাস্থ্য খাতে

    B. সমুদ্র পরিবহণে ক্ষয়ক্ষতি কভার করতে ✓

    C. কৃষি কাজে

    D. বিমা পলিসি বিক্রিতে



30. ডাকঘর কিসে সাহায্য করে?

    A. ঋণ প্রদান

    B. যোগাযোগ ও সঞ্চয়ে ✓

    C. স্বাস্থ্য পরিষেবা

    D. মুদ্রা ছাপানো


31. স্পিড পোস্ট কী?

    A. আর্থিক পরিষেবা

    B. দ্রুত ডাক প্রেরণ পরিষেবা ✓

    C. বিমা পরিষেবা

    D. মোবাইল পরিষেবা


32. BSNL কী?

    A. একটি বিমা সংস্থা

    B. একটি ব্যাঙ্ক

    C. একটি টেলিকম সংস্থা ✓

    D. একটি সরকারি সংস্থা


33. টেলিকম পরিষেবার মাধ্যমে কী হয়?

    A. চিকিৎসা

    B. দুধ বিতরণ

    C. যোগাযোগের উন্নয়ন ✓

    D. পরিযান


34. ক্যুরিয়ার পরিষেবায় কী হয়?

    A. ব্যাংকিং

    B. চিঠিপত্র, ডকুমেন্ট দ্রুত পরিবহন ✓

    C. খাদ্য সরবরাহ

    D. ঋণ প্রদান


35. ডাকঘরের সঞ্চয় স্কিম কী ধরনের?

    A. বিমা

    B. সরকারি সঞ্চয় প্রকল্প ✓

    C. ঋণ

    D. গ্রামোন্নয়ন


36. টেলিকম পরিষেবা সাধারণত কী মাধ্যমে চলে?

    A. বিদ্যুৎ

    B. রেডিও তরঙ্গ ✓

    C. ডাক ব্যবস্থা

    D. কাগজ


37. ক্যুরিয়ারে কী থাকে না?

    A. গোপন নথি

    B. ইলেকট্রনিক পণ্য

    C. নগদ অর্থ ✓

    D. বই


38. স্পিড পোস্ট-এর বিকল্প পরিষেবা—

    A. সাধারণ পোস্ট

    B. রেজিস্টার পোস্ট

    C. কুরিয়ার সার্ভিস ✓

    D. পোস্টকার্ড


39. ই-ব্যাংকিং কোথায় ব্যবহৃত হয়?

    A. কেবল সরকা

রী কাজে

    B. কেবল ব্যাংকের ভিতরে

    C. অনলাইন আর্থিক লেনদেনে ✓

    D. চেক ক্লিয়ারেন্সে


40. ডাক পরিষেবা সাধারণত কোন মন্ত্রণালয়ের অধীন?

    A. আর্থিক মন্ত্রণালয়

    B. যোগাযোগ মন্ত্রণালয় ✓

    C. স্বরাষ্ট্র মন্ত্রণালয়

    D. শিক্ষামন্ত্রণালয়




B S MCQ XI(উদ্যোগের প্রকার)

 উদ্যোগের প্রকারভেদ: MCQ 



     SBSIRCommerce PRESENT 


1. বেসরকারি উদ্যোগের মূল লক্ষ্য কী? 

   a) সামাজিক কল্যাণ  

   b) মুনাফা অর্জন  

   c) রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন  

   d) কর্মসংস্থান সৃষ্টি  

   **উত্তর:** (b) মুনাফা অর্জন  


2. টাটা স্টিল কোন ধরনের উদ্যোগ?

   a) সরকারি  

   b) বেসরকারি  

   c) যৌথ  

   d) বহুজাতিক  

   **উত্তর:** (b) বেসরকারি  




3. ভারতের কোনটি সরকারি উদ্যোগ?

   a) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ  

   b) ইনফোসিস  

   c) ভারতীয় রেলওয়ে  

   d) বিড়লা গ্রুপ  

   **উত্তর:** (c) ভারতীয় রেলওয়ে  


4.সরকারি উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্য কী? 

   a) মুনাফা সর্বাধিকীকরণ  

   b) জনসেবা ও জাতীয় উন্নয়ন  

   c) বাজার একচেটিয়াকরণ  

   d) বৈদেশিক বিনিয়োগ  

   **উত্তর:** (b) জনসেবা ও জাতীয় উন্নয়ন  



5.সরকারি ও বেসরকারি খাতের মৌলিক পার্থক্য কোনটি?

   a) উৎপাদন প্রযুক্তি  

   b) মালিকানা কাঠামো  

   c) পণ্যের গুণমান  

   d) বিপণন ব্যয়  

   **উত্তর:** (b) মালিকানা কাঠামো  


6. বেসরকারি উদ্যোগে সিদ্ধান্ত গ্রহণ হয়:  

   a) ধীরগতিতে  

   b) আমলাতান্ত্রিক প্রক্রিয়ায়  

   c) দ্রুত ও নমনীয়ভাবে  

   d) সংসদের অনুমোদনে  

   **উত্তর:** (c) দ্রুত ও নমনীয়ভাবে  


-



7. বিভাগীয় সংস্থার বৈশিষ্ট্য কী?

   a) স্বাধীন আইনগত অস্তিত্ব  

   b) মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ  

   c) শেয়ার বাজারে তালিকাভুক্তি  

   d) বেসরকারি অংশীদারিত্ব  

   **উত্তর:** (b) মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণ  


8. ভারতের কোনটি বিভাগীয় সংস্থা?  

   a) ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)  

   b) ডাক বিভাগ (India Post)  

   c) লার্সেন অ্যান্ড টুব্রো (L&T)  

   d) টাটা মোটরস  

   **উত্তর:** (b) ডাক বিভাগ (India Post)  



9. বিধিবদ্ধ কর্পোরেশন গঠিত হয়:

   a) সংসদের আইনে  

   b) রাষ্ট্রপতির অধ্যাদেশে  

   c) বেসরকারি চুক্তিতে  

   d) রাজ্য সরকারের আদেশে  

   **উত্তর:** (a) সংসদের আইনে  


10.ভারতের কোনটি বিধিবদ্ধ কর্পোরেশন?  

    a) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)  

    b) লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC)  

    c) এয়ার ইন্ডিয়া  

    d) ইনফোসিস  

    **উত্তর:** (b) LIC (Life Insurance Corporation)  



11.সরকারি কোম্পানিতে সরকারের শেয়ার থাকে:

    a) ৫১% বা তার বেশি  

    b) ৩০%  

    c) ৭৫%  

    d) ১০০%  

    **উত্তর:** (a) ৫১% বা তার বেশি  


12. **ভারতের কোনটি সরকারি কোম্পানি?**  

    a) টাটা স্টিল  

    b) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (BPCL)  

    c) উইপ্রো  

    d) হিন্দুস্তান ইউনিলিভার  

    **উত্তর:** (b) BPCL (Bharat Petroleum Corporation Ltd.)  


---


#### **বিশ্বব্যাপী উদ্যোগ (MNC)**  

13. **বহুজাতিক সংস্থার (MNC) প্রধান কার্যালয় থাকে:**  

    a) মাতৃদেশে  

    b) লক্ষ্য বাজারে  

    c) করমুক্ত অঞ্চলে  

    d) জাতিসংঘের সদর দপ্তরে  

    **উত্তর:** (a) মাতৃদেশে  


14. **ভারতে কার্যরত MNC-র উদাহরণ কোনটি?**  

    a) অ্যামাজন ইন্ডিয়া  

    b) ভারতীয় রেলওয়ে  

    c) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া  

    d) ONGC  

    **উত্তর:** (a) অ্যামাজন ইন্ডিয়া  



15. **যৌথ উদ্যোগ গঠনের উদ্দেশ্য কী?

    a) প্রতিযোগিতা হ্রাস  

    b) সম্পদ ও ঝুঁকি ভাগাভাগি  

    c) একচেটিয়া নিয়ন্ত্রণ  

    d) সরকারি নিয়ন্ত্রণ  

    **উত্তর:** (b) সম্পদ ও ঝুঁকি ভাগাভাগি  


16. মারুতি সুজুকি কোন ধরনের উদ্যোগ?  

    a) বিভাগীয় সংস্থা  

    b) যৌথ উদ্যোগ  

    c) বিধিবদ্ধ কর্পোরেশন  

    d) বহুজাতিক সংস্থা  

    **উত্তর:** (b) যৌথ উদ্যোগ (ভারত সরকার + সুজুকি জাপান)  



17.পিপিপি (PPP) মডেলে উন্নয়ন করা হয়:  

    a) ব্যক্তিগত আবাসন  

    b) অবকাঠামো ও জনসেবা  

    c) কৃষিজমি  

    d) রপ্তানি শিল্প  

    **উত্তর:** (b) অবকাঠামো ও জনসেবা  


18. ভারতের কোনটি পিপিপি প্রকল্প?

    a) গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল হাইওয়ে  

    b) তাজমহল  

    c) আইআইটি দিল্লি  

    d) ভারতীয় সেনাবাহিনী  

    **উত্তর:** (a) গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল হাইওয়ে  



19.বেসরকারি খাতের সিদ্ধান্তের ভিত্তি কী?

    a) সরকারি নির্দেশিকা  

    b) বাজার চাহিদা ও মুনাফা  

    c) জনমত  

    d) আন্তর্জাতিক চাপ  

    **উত্তর:** (b) বাজার চাহিদা ও মুনাফা  


20. ONGC (Oil and Natural Gas Corporation) কোন ধরনের সংস্থা?

    a) বিভাগীয় সংস্থা  

    b) বিধিবদ্ধ কর্পোরেশন  

    c) সরকারি কোম্পানি  

    d) বেসরকারি সংস্থা  

    **উত্তর:** (c) সরকারি কোম্পানি  


21.MNC-র ভারতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব কী?

    a) প্রযুক্তি হস্তান্তর  

    b) স্থানীয় সংস্কৃতি ধ্বংস  

    c) ক্ষুদ্র শিল্পের পতন  

    d) বেকারত্ব বৃদ্ধি  

    **উত্তর:** (a) প্রযুক্তি হস্তান্তর  


22.বিধিবদ্ধ কর্পোরেশনের আয় ব্যবহৃত হয়: 

    a) শেয়ারহোল্ডারদের লভ্যাংশে  

    b) রাষ্ট্রীয় তহবিলে জমা  

    c) পুনঃবিনিয়োগে  

    d) কর হিসেবে  

    **উত্তর:** (c) পুনঃবিনিয়োগে  


23. ভারতের 'তৃতীয় খাত' বলতে বোঝায়:

    a) সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়  

    b) অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা  

    c) বহুজাতিক কোম্পানি  

    d) সমবায় সমিতি  

    **উত্তর:** (b) অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা (যেমন: CRY, Goonj)  


24.NHAI (National Highways Authority of India) কোন ধরনের সংস্থা?

    a) বিভাগীয় সংস্থা  

    b) বিধিবদ্ধ কর্পোরেশন  

    c) সরকারি কোম্পানি  

    d) বেসরকারি সংস্থা  

    **উত্তর:** (b) বিধিবদ্ধ কর্পোরেশন  


25. পিপিপি মডেলে ঝুঁকি বহন করে:

    a) শুধু সরকার  

    b) শুধু বেসরকারি অংশীদার  

    c) উভয় পক্ষ  

    d) আন্তর্জাতিক সংস্থা  

    **উত্তর:** (c) উভয় পক্ষ  


26. ভারতে 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগটি কোন খাতের?

    a) সরকারি খাত  

    b) বেসরকারি খাত  

    c) যৌথ খাত  

    d) বহুজাতিক খাত  

    **উত্তর:** (c) যৌথ খাত (সরকারি-বেসরকারি সহযোগিতা)  


27.SAIL (Steel Authority of India) কোন ধরনের সংস্থা?

    a) বিভাগীয় সংস্থা  

    b) বিধিবদ্ধ কর্পোরেশন  

    c) সরকারি কোম্পানি  

    d) বেসরকারি সংস্থা  

    **উত্তর:** (c) সরকারি কোম্পানি  


28.যৌথ উদ্যোগের সাফল্যের চাবিকাঠি কী?

    a) একপক্ষের আধিপত্য  

    b) লক্ষ্য ও সম্পদের সমন্বয়  

    c) সরকারি হস্তক্ষেপ  

    d) প্রতিযোগিতা  

    **উত্তর:** (b) লক্ষ্য ও সম্পদের সমন্বয়  


29.বিমান ভারত এক্সপ্রেস কোন দুই সংস্থার যৌথ উদ্যোগ? 

    a) এয়ার ইন্ডিয়া + ইন্ডিগো  

    b) এয়ার ইন্ডিয়া + বিআইএস  

    c) এয়ার ইন্ডিয়া + স্পাইসজেট  

    d) এয়ার ইন্ডিয়া + এয়ারএশিয়া  

    **উত্তর:** (d) এয়ার ইন্ডিয়া + এয়ারএশিয়া  


30. বেসরকারি খাতের অসুবিধা কী?

    a) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ  

    b) আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি  

    c) উদ্ভাবনী শক্তি  

    d) কর্মসংস্থান সৃষ্টি  

    **উত্তর:** (b) আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি  


31. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) কোন ধরনের সংস্থা?

    a) বিভাগীয় সংস্থা  

    b) বিধিবদ্ধ কর্পোরেশন  

    c) সরকারি কোম্পানি  

    d) স্বায়ত্তশাসিত সংস্থা  

    **উত্তর:** (b) বিধিবদ্ধ কর্পোরেশন  


32.বহুজাতিক সংস্থার নেতিবাচক প্রভাব কী?

    a) কর্মসংস্থান সৃষ্টি  

    b) স্থানীয় সংস্কৃতির উপর প্রভাব  

    c) রপ্তানি বৃদ্ধি  

    d) বিনিয়োগ প্রবাহ  

    **উত্তর:** (b) স্থানীয় সংস্কৃতির উপর প্রভাব  


33. 'আয়ুষ্মান ভারত' প্রকল্প কোন ধরনের উদ্যোগ?

    a) সম্পূর্ণ সরকারি  

    b) সম্পূর্ণ বেসরকারি  

    c) পিপিপি মডেল  

    d) বহুজাতিক  

    **উত্তর:** (c) পিপিপি মডেল  


34. বিধিবদ্ধ কর্পোরেশন বিলুপ্ত করা যায়:**  

    a) মন্ত্রণালয়ের আদেশে  

    b) সংসদে নতুন আইন পাস করে  

    c) শেয়ারহোল্ডারদের ভোটে  

    d) রাষ্ট্রপতির আদেশে  

    **উত্তর:** (b) সংসদে নতুন আইন পাস করে  


35. ভারতের 'কো-অপারেটিভ সেক্টর' উদাহরণ কোনটি?

    a) টাটা গ্রুপ  

    b) আমুল (AMUL)  

    c) রিলায়েন্স  

    d) আইনস্টাইন হাসপাতাল  

    **উত্তর:** (b) আমুল (দুগ্ধ সমবায়)  


36. সরকারি কোম্পানির বার্ষিক প্রতিবেদন জমা দিতে হয়:

    a) সংসদে  

    b) রেজিস্ট্রার অফ কোম্পানিজ (RoC)-এ  

    c) প্রধানমন্ত্রী কার্যালয়ে  

    d) মন্ত্রণালয়ে  

    **উত্তর:** (b) রেজিস্ট্রার অফ কোম্পানিজ (RoC)-এ  


37. ভারতের 'ডিজিটাল ইন্ডিয়া' মিশন কোন খাতের উদ্যোগ?  

    a) শুধু সরকারি  

    b) শুধু বেসরকারি  

    c) যৌথ খাত  

    d) বহুজাতিক  

    **উত্তর:** (c) যৌথ খাত  


38.ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) কোন ধরনের সংস্থা?

    a) বিভাগীয় সংস্থা  

    b) বিধিবদ্ধ কর্পোরেশন  

    c) সরকারি কোম্পানি  

    d) বেসরকারি সংস্থা  

    **উত্তর:** (c) সরকারি কোম্পানি  


39.পিপিপি মডেলের জনপ্রিয়তার কারণ কী?

    a) সরকারি সম্পদের পূর্ণ ব্যবহার  

    b) বেসরকারি দক্ষতা ও পুঁজির সুবিধা  


    c) বৈদেশিক ঋণ বৃদ্ধি  

    d) রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ  

    **উত্তর:** (b) বেসরকারি দক্ষতা ও পুঁজির সুবিধা  


40. বেসরকারি হাসপাতালের মূল লক্ষ্য কী?

    a) সর্বোচ্চ মুনাফা  

    b) সামাজিক সেবা  

    c) সরকারি সহায়তা  

    d) আন্তর্জাতিক স্বীকৃতি  

    **উত্তর:** (a) সর্বোচ্চ মুনাফা  


-

Tuesday, July 8, 2025

B S MCQs class XI

 দ্বিতীয় একক: কারবার সংগঠনের বিভিন্ন রূপ (৪০টি MCQ)  


SBSIRCommerce PRESENT 


১. এক-মালিকানা কারবারের প্রধান সুবিধা কী?

ক) সীমিত দায়  

খ) পৃথক সত্তা  

গ) সহজ গঠন প্রক্রিয়া ✓  

ঘ) স্থায়ী অস্তিত্ব  


২. অংশীদারি কারবারে ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন?

ক) ১ জন  

খ) ২ জন ✓  

গ) ৭ জন  

ঘ) ১০ জন  


৩. "ফার্মের নাম" বলতে কী বোঝায়?

ক) অংশীদারদের ব্যক্তিগত নাম  

খ) কারবারের আইনগত নাম ✓  

গ) নিবন্ধন নম্বর  

ঘ) মুনাফা বণ্টনের অনুপাত  


৪. অংশীদারির অপরিহার্য উপাদান কোনটি নয়?

ক) পারস্পরিক আস্থা  

খ) লাভ-লোকসানের ভাগ  

গ) পৃথক সত্তা ✓  

ঘ) চুক্তিভিত্তিক সম্পর্ক  


৫. সক্রিয় অংশীদার (Active Partner) এর দায় কেমন?

ক) সীমিত  

খ) শুধু মূলধনের পরিমাণে  

গ) অসীম ✓  

ঘ) শূন্য  


৬. অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধন বাধ্যতামূলক?

ক) হ্যাঁ  

খ) না ✓  

গ) শুধু বড় প্রতিষ্ঠানের জন্য  

ঘ) শুধু ব্যাংকিং ক্ষেত্রে  


৭. অংশীদারি চুক্তিপত্রে কোনটি উল্লেখ থাকে?  

ক) অংশীদারদের নাম ও ঠিকানা ✓  

খ) কোম্পানির মেমোরেন্ডাম  

গ) শেয়ার মূলধন  

ঘ) নিবন্ধন ফি  


৮. সীমিত দায়যুক্ত অংশীদারি (LLP) তে দায় কেমন?

ক) অসীম  

খ) শুধু বিনিয়োগকৃত অর্থে ✓  

গ) শুধু সক্রিয় অংশীদারের  

ঘ) কোনো দায় নেই  


৯. সমবায় সমিতির মূল লক্ষ্য কী?

ক) সর্বোচ্চ মুনাফা  

খ) সদস্যদের কল্যাণ ✓  

গ) শেয়ার মূলধন বৃদ্ধি  

ঘ) একচেটিয়া বাজার দখল  


১০. কোম্পানির আইনগত সত্তাকে কী বলে?

ক) অংশীদার  

খ) কর্তৃপক্ষ  

গ) পৃথক সত্তা ✓  

ঘ) একক মালিক  


১১. ঘরোয়া কোম্পানির শেয়ার হস্তান্তর সীমিত?**  

ক) না  

খ) হ্যাঁ ✓  

গ) শুধু বিদেশিদের জন্য  

ঘ) শুধু সরকারি অনুমোদনে  


১২. সর্বজনীন কোম্পানি কীভাবে মূলধন সংগ্রহ করে?**  

ক) ব্যাংক ঋণ  

খ) শেয়ার বিক্রির মাধ্যমে ✓  

গ) অংশীদারের কাছ থেকে  

ঘ) সরকারি অনুদান  


১৩. ঘরোয়া ও সর্বজনীন কোম্পানির পার্থক্য কোনটি?**  

ক) গঠন প্রক্রিয়া  

খ) শেয়ার হস্তান্তরের স্বাধীনতা ✓  

গ) অংশীদার সংখ্যা  

ঘ) মুনাফা বণ্টন  


১৪. কোম্পানি গঠনের প্রথম ধাপ কী?**  

ক) নিবন্ধন  

খ) শেয়ার ইস্যু  

গ) প্রবর্তকদের সিদ্ধান্ত ✓  

ঘ) ব্যবসা শুরু  


১৫. কারবার শুরু করার পূর্বে কোনটি বিবেচ্য নয়?**  

ক) বাজারের চাহিদা  

খ) অর্থায়নের উৎস  

গ) প্রতিযোগিতার স্তর  

ঘ) ব্যক্তিগত রুচি ✓  


১৬. কারবার সংগঠন পছন্দের সময় কোন ফ্যাক্টর সবচেয়ে গুরুত্বপূর্ণ?**  

ক) দায়ের পরিধি ✓  

খ) প্রতিষ্ঠানের নাম  

গ) অফিসের অবস্থান  

ঘ) কর্মচারী সংখ্যা  


১৭. এক-মালিকানা কারবারের প্রধান অসুবিধা কী?**  

ক) অসীম দায় ✓  

খ) উচ্চ কর  

গ) জটিল গঠন প্রক্রিয়া  

ঘ) নিবন্ধন বাধ্যতামূলক  


১৮. অংশীদারি কারবারে "নিদ্রিত অংশীদার" (Sleeping Partner) এর ভূমিকা কী?**  

ক) দৈনন্দিক ব্যবস্থাপনা  

খ) শুধু মূলধন সরবরাহ ✓  

গ) চুক্তি প্রণয়ন  

ঘ) হিসাব নিরীক্ষণ  


১৯. কোনটি অংশীদারির অপরিহার্য উপাদান?**  

ক) নিবন্ধন  

খ) লাভের উদ্দেশ্যে ব্যবসা ✓  

গ) শেয়ার সার্টিফিকেট  

ঘ) বার্ষিক রিপোর্ট  


২০. অংশীদারির প্রকারভেদ অনুযায়ী "স্বেচ্ছাসেবী অংশীদারি" (Voluntary Partnership) বলতে কী বোঝায়?**  

ক) চুক্তির মেয়াদ শেষে স্বয়ংক্রিয় বিলুপ্তি ✓  

খ) সরকারি নিয়ন্ত্রণ  

গ) শুধু অলাভজনক কাজ  

ঘ) শুধু পেশাদারদের জন্য  


২১. "অবসরপ্রাপ্ত অংশীদার" (Retired Partner) এর দায় কেমন?**  

ক) অবসরের পরও অসীম দায়  

খ) শুধু অবসরের পূর্বের দায় ✓  

গ) কোনো দায় নেই  

ঘ) শুধু ভবিষ্যতের দায়  


২২. অংশীদারি নিবন্ধনের প্রধান সুবিধা কী?**  

ক) কর ছাড়  

খ) ফার্মের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা ✓  

গ) সরকারি অনুদান  

ঘ) সীমিত দায়  


২৩. অংশীদারি চুক্তিপত্র মৌখিক হতে পারে?**  

ক) হ্যাঁ ✓  

খ) না  

গ) শুধু নিবন্ধিত প্রতিষ্ঠানে  

ঘ) শুধু ব্যাংকিং ক্ষেত্রে  


২৪. LLP-তে ন্যূনতম কতজন সদস্য প্রয়োজন?**  

ক) ১ জন  

খ) ২ জন ✓  

গ) ৭ জন  

ঘ) ১০ জন  


২৫. সমবায় সমিতির সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কী?  

ক) শেয়ারের সংখ্যা  

খ) এক সদস্য এক ভোট ✓  

গ) পরিচালক বোর্ড  

ঘ) সরকারি নির্দেশ  


২৬. কোম্পানির "পৃথক সত্তা" (Separate Legal Entity) বলতে কী বোঝায়?

ক) অংশীদারদের দায় সীমিত  

খ) কোম্পানি নিজ নামে চুক্তি করে ✓  

গ) মুনাফা করমুক্ত  

ঘ) স্থায়ী অস্তিত্ব নেই  


২৭. ঘরোয়া কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

ক) ৫০ জন 

খ) ১০০ জন  

গ) ২০০ জন ✓

ঘ) কোনো সীমা নেই  


২৮. সর্বজনীন কোম্পানি নিবন্ধনের জন্য কোন দলিল জমা দিতে হয়?

ক) অংশীদারি চুক্তিপত্র  

খ) মেমোরেন্ডাম ও আর্টিকেল অব অ্যাসোসিয়েশন ✓  

গ) ব্যবসায়িক পরিকল্পনা  

ঘ) মূলধন যাচাই প্রতিবেদন  


২৯. ঘরোয়া ও সর্বজনীন কোম্পানির মৌলিক পার্থক্য কোন ক্ষেত্রে?

ক) কর কাঠামো  

খ) জনসাধারণকে শেয়ার বিক্রির সুযোগ ✓  

গ) দায়ের পরিধি  

ঘ) গঠন ব্যয়  


৩০. কোম্পানি গঠনে "প্রমাণপত্র" (Certificate of Incorporation) কোন ধাপে পাওয়া যায়?

ক) শেয়ার ইস্যুর পর  

খ) ব্যবসা শুরুর আগে  

গ) নিবন্ধন অনুমোদনে ✓  

ঘ) পরিচালক নিয়োগে  


৩১. কারবার শুরু করার পূর্বে "বাজার গবেষণা" কেন জরুরি?

ক) প্রতিযোগীদের সংখ্যা নির্ণয় ✓  

খ) নিবন্ধন সহজ করতে  

গ) কর হ্রাস করতে  

ঘ) ঋণ পাওয়ার জন্য  


৩২. কারবার সংগঠন পছন্দের সময় "তুলনামূলক সমীক্ষা"-র উদ্দেশ্য কী?

ক) সবচেয়ে কম ব্যয়বহুল রূপ বাছাই ✓  

খ) নিবন্ধন ফি জানা  

গ) সরকারি নীতিমালা বিশ্লেষণ  

ঘ) কর্মচারী ভাড়ার সুবিধা  


৩৩. এক-মালিকানা কারবারে মুনাফার করদাতা কে?

ক) প্রতিষ্ঠান  

খ) মালিক ব্যক্তি ✓  

গ) অংশীদার  

ঘ) সরকার  


৩৪. অংশীদারি কারবারে নতুন অংশীদার নেওয়ার জন্য কী প্রয়োজন?

ক) সব অংশীদারের সম্মতি ✓  

খ) শুধু সক্রিয় অংশীদারের সম্মতি  

গ) নিবন্ধন কর্তৃপক্ষের অনুমতি  

ঘ) আদালতের আদেশ  


৩৫. কোন অংশীদার শুধু মুনাফা ভাগ পায় কিন্তু লোকসান বহন করে না?

ক) সক্রিয় অংশীদার  

খ) নিদ্রিত অংশীদার  

গ) লাভের অংশীদার ✓  

ঘ) অবসরপ্রাপ্ত অংশীদার  


৩৬. নিবন্ধনবিহীন অংশীদারি প্রতিষ্ঠানের অসুবিধা কী?

ক) ফার্মের বিরুদ্ধে মামলা করা যায় না ✓  

খ) কর সুবিধা নেই  

গ) শেয়ার বিক্রি করা যায় না  

ঘ) স্থায়িত্ব কম  


৩৭. LLP-তে "সীমিত দায়" বলতে কী বোঝায়?

ক) শুধু ব্যক্তিগত সম্পত্তিতে দায়  

খ) শুধু বিনিয়োগকৃত অর্থে দায় ✓  

গ) অংশীদারদের যৌথ দায়  

ঘ) সরকার দায় বহন করে  


৩৮. সমবায় সমিতির নীতির ভিত্তি কী?

ক) লাভ সর্বাধিকরণ  

খ) স্বেচ্ছাশ্রম ও স্বনির্ভরতা ✓  

গ) একক মালিকানা  

ঘ) শেয়ার বাজার তালিকাভুক্তি  


৩৯. কোম্পানির "পরিচালক" (Director) নিযুক্ত করে কে?

ক) সরকার  

খ) শেয়ারহোল্ডার ✓  

গ) ঋণদাতা  

ঘ) কর্মচারী  


৪০. কারবার সংগঠন রূপ নির্বাচনে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কোনটি?

ক) দায়ের পরিধি  

খ) কর প্রভাব  

গ) গঠন জটিলতা  

ঘ) প্রতিষ্ঠানের রংসজ্জা ✓  


৪১.একক মালিকানা কারবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? (skipped)

ক).বহু মালিকানা খ)সীমাবদ্ধ দায়

গ)পৃথক আইনগত সত্তা 

ঘ)সহজ গঠন ও বিলোপসাধন ✓


৪৩)অংশীদারি চুক্তিপত্র কী? 


ক)একটি আইনগত দলিল যা অংশীদারদের মধ্যে ব্যবসার নিয়মাবলী নির্ধারণ করে ✓

খ)ফার্মের লোগো ডিজাইন

গ)সরকারি নির্দেশিকা

ঘ )একটি সাধারণ আবেদন পত্র


৪৪.সর্বজনীন কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারে কি? 


ক)শু

ধুমাত্র সরকারি অনুমতি নিয়ে

খ )না, শুধুমাত্র ব্যক্তিগতভাবে বিক্রি করতে পারে

 গ)শুধুমাত্র অংশীদারদের কাছে


 ঘ)হ্যাঁ, পাবলিক অফারের মাধ্যমে✓



৪৫)কোম্পানি গঠনের প্রথম ধাপ কোনটি? 


ক)ব্যবসা শুরু করা খ)প্রচারণা পর্যায়✓

 

গ)পুঁজি সংগ্রহ ঘ)সদস্য নিয়োগ






B S MCQs class XI

 ব্যাবসার প্রকৃতি এবং উদ্দেশ্য" 

@SBSIRCommerce Present 




ব্যাবসার প্রকৃতি এবং উদ্দেশ্য - MCQ

১. ভারতে ব্যবসা-বাণিজ্যের ইতিহাস মূলত কোন সময় থেকে শুরু বলে ধরা হয়?

ক. প্রাচীন প্রস্তর যুগ

খ. সিন্ধু সভ্যতা

গ. বৈদিক যুগ

ঘ. মুঘল আমল

সঠিক উত্তর: খ. সিন্ধু সভ্যতা


২. নিচের কোনটি মানবিক কার্যাবলির (Human Activities) একটি অংশ নয়?

ক. উৎপাদন

খ. বিনিময়

গ. প্রাকৃতিক দুর্যোগ

ঘ. ভোগ

সঠিক উত্তর: গ. প্রাকৃতিক দুর্যোগ


৩. কোনটি একটি 'কারবার' (Business)-এর মূল বৈশিষ্ট্য?

ক. সেবা প্রদান

খ. পণ্য বা সেবার নিয়মিত বিনিময়

গ. অবসর বিনোদন

ঘ. সামাজিক কল্যাণ

সঠিক উত্তর: খ. পণ্য বা সেবার নিয়মিত বিনিময়


৪. 'পেশা' (Profession)-এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

ক. মূল উদ্দেশ্য মুনাফা অর্জন

খ. বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন

গ. ঝুঁকিপূর্ণ কাজ

ঘ. সাধারণত অন্যের অধীনে কাজ

সঠিক উত্তর: খ. বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন


৫. 'চাকরি' (Employment) বলতে কী বোঝায়?

ক. নিজের উদ্যোগে ব্যবসা করা

খ. পারিশ্রমিকের বিনিময়ে অন্যের অধীনে কাজ করা

গ. বিনামূল্যে সেবা প্রদান

ঘ. নিজস্ব সৃজনশীল কাজ

সঠিক উত্তর: খ. পারিশ্রমিকের বিনিময়ে অন্যের অধীনে কাজ করা


৬. কারবার, পেশা ও চাকরির মধ্যে প্রধান পার্থক্য কীসের ভিত্তিতে হয়?

ক. কাজের সময়কাল

খ. উপার্জনের উদ্দেশ্য ও পদ্ধতির ভিত্তিতে

গ. শারীরিক পরিশ্রমের মাত্রা

ঘ. শিক্ষাগত যোগ্যতা

সঠিক উত্তর: খ. উপার্জনের উদ্দেশ্য ও পদ্ধতির ভিত্তিতে


৭. কারবারের প্রাথমিক উদ্দেশ্য কী?

ক. সামাজিক সেবা

খ. মুনাফা অর্জন

গ. সাংস্কৃতিক বিকাশ

ঘ. রাজনৈতিক প্রভাব বিস্তার

সঠিক উত্তর: খ. মুনাফা অর্জন


৮. কারবারে মুনাফার প্রধান ভূমিকা কী?

ক. কেবলমাত্র লভ্যাংশ বিতরণ

খ. ব্যবসার টিকে থাকা ও সম্প্রসারণে সহায়তা

গ. সরকারের রাজস্ব বৃদ্ধি

ঘ. কর্মীদের বেতন বৃদ্ধি

সঠিক উত্তর: খ. ব্যবসার টিকে থাকা ও সম্প্রসারণে সহায়তা


৯. কোনটি কারবারি কার্যাবলির (Business Activities) একটি অংশ?

ক. রাজনৈতিক সভা

খ. পণ্য উৎপাদন ও বিক্রয়

গ. ধর্মীয় উৎসব

ঘ. খেলাধুলা

সঠিক উত্তর: খ. পণ্য উৎপাদন ও বিক্রয়


১০. 'শিল্প' (Industry) বলতে মূলত কী বোঝায়?

ক. চিত্রশিল্প

খ. কাঁচামালকে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা

গ. সাহিত্যচর্চা

ঘ. সঙ্গীতানুষ্ঠান

সঠিক উত্তর: খ. কাঁচামালকে ব্যবহারযোগ্য পণ্যে রূপান্তর করা


১১. নিষ্কাশন শিল্প (Extractive Industry) কোন ধরনের শিল্পের উদাহরণ?

ক. নির্মাণ শিল্প

খ. উৎপাদন শিল্প

গ. প্রাথমিক শিল্প

ঘ. সেবা শিল্প

সঠিক উত্তর: গ. প্রাথমিক শিল্প


১২. 'বাণিজ্য' (Commerce) কীসের সাথে সম্পর্কিত?

ক. পণ্য উৎপাদন

খ. পণ্য ও সেবার বিনিময় ও বিতরণ

গ. পণ্য ডিজাইন

ঘ. পণ্য পরিবহন

সঠিক উত্তর: খ. পণ্য ও সেবার বিনিময় ও বিতরণ


১৩. 'ব্যবসা' (Business) শব্দটি সাধারণত কী বোঝাতে ব্যবহৃত হয়?

ক. কেবলমাত্র শিল্প

খ. কেবলমাত্র বাণিজ্য

গ. শিল্প ও বাণিজ্যের সম্মিলিত রূপ

ঘ. কেবলমাত্র ব্যাংকিং

সঠিক উত্তর: গ. শিল্প ও বাণিজ্যের সম্মিলিত রূপ


১৪. 'অভ্যন্তরীণ ব্যবসা' (Internal Trade) কোন সীমানার মধ্যে সংঘটিত হয়?

ক. শুধুমাত্র শহরের মধ্যে

খ. একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে

গ. দুটি ভিন্ন দেশের মধ্যে

ঘ. শুধুমাত্র রপ্তানি সংক্রান্ত ব্যবসা

সঠিক উত্তর: খ. একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে


১৫. বৈদেশিক ব্যবসা (Foreign Trade) বলতে কী বোঝায়?

ক. একই দেশের বিভিন্ন প্রদেশের মধ্যে ব্যবসা

খ. অন্য দেশের নাগরিকদের সাথে ব্যবসা

গ. দুটি ভিন্ন দেশের মধ্যে পণ্য ও সেবার বিনিময়

ঘ. শুধুমাত্র আমদানি সংক্রান্ত ব্যবসা

সঠিক উত্তর: গ. দুটি ভিন্ন দেশের মধ্যে পণ্য ও সেবার বিনিময়


১৬. কোনটি ব্যবসা-সহায়ক কার্যাবলির (Auxiliaries to Trade) উদাহরণ?

ক. কৃষি

খ. পরিবহন ও গুদামজাতকরণ

গ. শিক্ষা

ঘ. চিকিৎসা

সঠিক উত্তর: খ. পরিবহন ও গুদামজাতকরণ

১৭. ব্যবসা ও ব্যবসা-সহায়ক কার্যাবলির মধ্যে মূল পার্থক্য কী?

ক. ব্যবসার মূল লক্ষ্য মুনাফা, ব্যবসা-সহায়ক কার্যাবলি ব্যবসাকে সাহায্য করে।

খ. ব্যবসা-সহায়ক কার্যাবলি মুনাফা অর্জন করে না।

গ. ব্যবসা শুধু পণ্য নিয়ে কাজ করে।

ঘ. ব্যবসা-সহায়ক কার্যাবলি শুধুমাত্র সেবা প্রদান করে।

সঠিক উত্তর: ক. ব্যবসার মূল লক্ষ্য মুনাফা, ব্যবসা-সহায়ক কার্যাবলি ব্যবসাকে সাহায্য করে।


১৮. শিল্প, ব্যবসা ও বাণিজ্যের মধ্যে মূল সম্পর্ক কী?

ক. এরা তিনটি সম্পূর্ণ ভিন্ন সত্তা।

খ. শিল্প পণ্য উৎপাদন করে, বাণিজ্য তা বিতরণে সহায়তা করে, এবং ব্যবসা এই দুটির সমন্বয়।

গ. বাণিজ্য শিল্পের একটি অংশ।

ঘ. ব্যবসা শুধুমাত্র উৎপাদন নিয়ে কাজ করে।

সঠিক উত্তর: খ. শিল্প পণ্য উৎপাদন করে, বাণিজ্য তা বিতরণে সহায়তা করে, এবং ব্যবসা এই দুটির সমন্বয়।


১৯. 'কারবারি ঝুঁকি' (Business Risk) বলতে কী বোঝায়?

ক. কর্মচারীদের বেতন না পাওয়ার ঝুঁকি

খ. অপ্রত্যাশিত ক্ষতি বা লাভের অনিশ্চয়তা

গ. প্রাকৃতিক পরিবেশ দূষণ

ঘ. অতিরিক্ত উৎপাদন

সঠিক উত্তর: খ. অপ্রত্যাশিত ক্ষতি বা লাভের অনিশ্চয়তা


২০. কোনটি কারবারি ঝুঁকির একটি কারণ?

ক. সরকারী নীতিতে পরিবর্তন

খ. সুনির্দিষ্ট লাভ

গ. পণ্যের চাহিদা বৃদ্ধি

ঘ. দক্ষ কর্মী নিয়োগ

সঠিক উত্তর: ক. সরকারী নীতিতে পরিবর্তন


২১. মানবীয় কার্যাবলিকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. এক

খ. দুই

গ. তিন

ঘ. চার

সঠিক উত্তর: খ. দুই (অর্থনৈতিক ও অনর্থনৈতিক)


২২. কোনটি অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত নয়?

ক. শিক্ষকতা

খ. সমাজসেবা

গ. কৃষি কাজ

ঘ. ব্যবসা

সঠিক উত্তর: খ. সমাজসেবা


২৩. কোন ধরনের কারবারে উপার্জনের মূল উৎস হলো ফি বা পারিশ্রমিক?

ক. কারবার

খ. পেশা

গ. চাকরি

ঘ. শিল্প

সঠিক উত্তর: খ. পেশা


২৪. পুঁজি বিনিয়োগের প্রয়োজন কোনটিতে সবচেয়ে বেশি?

ক. চাকরি

খ. পেশা

গ. কারবার

ঘ. সমাজসেবা

সঠিক উত্তর: গ. কারবার


২৫

. 'প্রাথমিক শিল্প' (Primary Industry) কোন কাজ করে?

ক. পণ্য তৈরি করে

খ. প্রাকৃতিক সম্পদ আহরণ করে

গ. সেবা প্রদান করে

ঘ. নির্মাণ কাজ করে

সঠিক উত্তর: খ. প্রাকৃতিক সম্পদ আহরণ করে

Show post Title

B S MCQs XI উদীয়মান কার্যপদ্ধতি"*

 পঞ্চম একক = কারবারের উদীয়মান কার্যপদ্ধতি"**  MCQ 1. ই-কারবার বলতে কী বোঝায়? A) শুধুমাত্র দোকানে কেনাবেচা B) ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা...